সঠিক উত্তর হচ্ছে: আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকরণ
ব্যাখ্যা: ফ্রান্স আমেরিকাকে পারস্পরিক যুদ্ধ বিরােধী প্রস্তাব নিয়ে আলােচনার জন্য আমন্ত্রণ জানালে মার্কিন বিদেশ সচিব ফ্রাঙ্ক কেলগ তা গ্রহণ করেন । ফরাসি বিদেশমন্ত্রী অ্যারিস্টাইড ব্রিঁয়াকে তিনি জানান যে , অন্যান্য শক্তিকে নিয়ে একটি যুদ্ধ বিরতি চুক্তি রচনা করতে তিনি রাজি আছেন । এরই ফলশ্রুতি হিসেবে ১৯২৮ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট প্যারিস শহরে ১৫ টি দেশের প্রতিনিধিরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন । এই চুক্তিটিই কেলগ-ব্রিঁয়া চুক্তি বা প্যারিস চুক্তি নামে খ্যাত । ১৯৩০ খ্রিস্টাব্দের মধ্যে ৬২ টি ( মতান্তরে ৬৫ ) রাষ্ট্র এই চুক্তির অন্তর্ভুক্ত হয় ।\n[তথ্যসূত্রঃ বিশ্বকোষ]