সঠিক উত্তর হচ্ছে: খাগড়াছড়িতে
ব্যাখ্যা: খাগড়াছড়ির অন্যতম সৌন্দর্য ‘রিছাং ঝর্ণা’। খাগড়াছড়ি জেলা সদর থেকে ১১ কি.মি. আর মাটিরাঙা উপজেলা সদর থেকে ১০কি.মি. দূরত্বে খাগড়াছড়ি-ঢাকা মূল সড়ক ছেড়ে ১ কি.মি. দক্ষিণে চারিদিকের পাহাড়ি প্রকৃতির মাঝে অবস্থান ‘রিছাং ঝর্ণা’র। মারমা ভাষায় ‘রি’ শব্দের অর্থ পানি আর ‘ছাং’ শব্দের অর্থ গড়িয়ে পড়া। পাহাড় থেকে অবিরত পানি গড়িয়ে পড়ে বলেই এর নামকরণ করা হয়েছে ‘রিছাং ঝর্ণা’। যার অন্য নাম ‘তেরাং তৈকালাই’। আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত। হিমছড়ি, মাধবকুণ্ড জলপ্রপাত কক্সবাজারে অবস্থিত। \'শৈলপ্রপাত\' জলপ্রপাত বান্দরবানে অবস্থিত। হামহাম, মাধবকুন্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত। [তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী]