সঠিক উত্তর হচ্ছে: কুচ্ছিত
ব্যাখ্যা: অর্ধ তৎসম শব্দের উদাহরণ\nকেষ্ট, বিষ্টু, বোষ্টম, গিন্নি, পেন্নাম, চরিত্তির, চিত্তির, মিত্তির, শত্তুর, পুত্তুর, কেত্তন, সূয্যি, চন্নন, চিনিবাস (শ্রীনিবাস), গেরস্থ, ফলার(<ফলাহার), মোচ্ছব, উচ্ছব, সোয়াস্তি, ছেরাদ্দ, রোদ্দুর, বিচ্ছিরি, ছিরি, নেমন্তন্ন, তেতপ্পর(<তৃতীয় প্রহর), প্রভৃতি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যকরণ বই ]