নিচের অপশন গুলা দেখুন
- শাহ সুজা
- মীর কাসিম খান জুয়েনী
- শায়েস্তা খান
- মীর জুমলা
বাংলার মুঘল শাসকদের কৃতিত্বঃ
- ইসলাম খান বাংলায় চূড়ান্তভাবে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন;
- কাসেম খান জুয়িনী বাংলা থেকে পর্তুগীজদের বিতারিত করেন;
- মীর জুমলা আসাম ও কুচবিহার জয় করে মোগল শাসন প্রতিষ্ঠা করেন এবং
- শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগীজদের বিতারিত করেন।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।