সঠিক উত্তর হচ্ছে: সাইটোপ্লাজম
ব্যাখ্যা: সাইটোপ্লাজম (Cytoplasm)\r\n══━━━━✥◈✥━━━━══\r\n? প্রোটোপ্লাজমের তিনটি অংশের মধ্য থেকে কোষঝিল্লি ও নিউক্লিয়াসকে বাদ দিলে যে জেলির মতো অংশ থাকে সেটিকে বলা হয় সাইটোপ্লাজম। \r\n\r\n? প্রোটোপ্লাজম- কোষঝিল্লি- নিউক্লিয়াস = সাইটোপ্লাজম\r\n\r\n? সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুসমূহের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। সকল সজিব কোষে থাকে সাইটোপ্লাজম।\r\n══━━━━✥◈✥━━━━══