সঠিক উত্তর হচ্ছে: অগ্রহায়ণ-পৌষ
ব্যাখ্যা: বাংলাদেশে আমন ধান কাটা হয় সাধারণত অগ্রহায়ণ-পৌষ মাসে।
আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে তখন গ্রাম বাংলায় \'নবান্ন উৎসব\' পালিত হয়।
বোনা আমন চৈত্র-বৈশাখ মাসে বপন এবং রোপা আমন শ্রাবণ ভাদ্র মাসে রোপণ করা হয়।
বাংলাদেশে ২০১৮-২০১৯ অর্থবছরে দেশে প্রায় ৫৬ লক্ষ হেক্টর জমিতে ১.৪০ কোটি মে. টন আমন ধান উৎপাদিত হয়।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)