নিচের অপশন গুলা দেখুন
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- উইলিয়াম কেরি
- হরপ্রসাদ রায়
- রামরাম বসু
ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত ছিলেন রামরাম বসু। তিনি হুগলি জেলায় ১৭৫৭ সালে জন্মগ্রহণ করেন।
১৭৯৩- ১৭৯৬ সাল পর্যন্ত উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শেখান। সেজন্য তাঁকে কেরি সাহেবের মুন্সি বলা হয়।
- রামরাম বসু, রাজা প্রতাপাদিত্যচরিত্র (১৮০১) ও লিপিমালা (১৮০২) গ্রন্থের রচয়িতা।
- রাজা প্রতাপাদিত্যচরিত্র বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি।