সঠিক উত্তর হচ্ছে: জহির রায়হান
ব্যাখ্যা: জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।\nতার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি (১৯৬১)। তার নির্মিত চলচ্চিত্রগুলো হলো কাঁচের দেয়াল, বেহুলা, সঙ্গম, আনোয়ারা এবং জীবন থেকে নেয়া। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশংসিত হন।\n[তথ্যসূত্রঃ হাজার বছর ধরে, জহির রায়হান]