সঠিক উত্তর হচ্ছে: ৬টি
ব্যাখ্যা: চর্যাপদের প্রবাদ বাক্য ৬টি। এগুলো হলো-
১. আপনা মাংসেঁ হরিণা বৈরী (৬নং পদ, ভুসুকুপা)।
২. হাতের কঙ্কন মা লোউ দাপন (৩২নং পদ, সরহপা)।
৩. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (৩৩নং পদ, ঢেণ্ডণপা)।
৪. দুহিল দুধু কি বেন্টে সামায় (৩৩নং পদ, ঢেণ্ডণ পা)।
৫. বর সুন গোহালী কিমু দুঠ্য বলন্দেঁ (৩৯নং পদ, সরহ পা)।
৬. আন চাহন্তে আন বিনধা (৪৪নং পদ, কঙ্কণপা)।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।