সঠিক উত্তর হচ্ছে: রায়নন্দিনী
ব্যাখ্যা: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৩ টি গ্রন্থ:\nদুর্গেশনন্দিনী -উপন্যাস\nকমলাকান্তের দপ্তর-প্রবন্ধগ্রন্থ\nরজনী -রোমান্টিক উপন্যাসের বই\n\nঅন্যদিকে রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস। তাই উত্তর হবে রায় নন্দিনী\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষ ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]