নিচের অপশন গুলা দেখুন
- ১০
- ২
- ৮
- ১
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে ১১ টি সক্টরে বিভক্ত করা হয়।
\n২ নং সেক্টর এলাকা বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ফরিদপুরের পূর্বাঞ্চল ও নোয়াখালির
\nঅংশবিশেষ নিয়ে গঠিত ছিল। ২ নং সেক্টরের সদরদপ্তর ছিল ভারতের আগরতলা
\nরাজ্যের মেলাঘর। বৃহত্তর চট্রগ্রাম , পার্বত্য চট্রগ্রাম (রাঙামাটি ,বান্দরবান, খাগড়াছড়ি),
\nকক্সবাজার মহকুমা এবং নোয়াখালি জেলার ফেণী মহকুমার অংশবিশেষ নিয়ে ১ নম্বর
\nসেক্টর গঠিত ছিল। কুষ্টিয়া, যশোর ,খুলনা ও ফরিদপুরের অংশবিশেষ নিয়ে ৮ নম্বর সেক্টর
\nগঠিত ছিল। সমুদ্র অঞ্চল নিয়ে গঠিত ১০ নম্বর সেক্টর। এ সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার
\nছিল না।