সঠিক উত্তর হচ্ছে: যুক্ত অবস্থার চেয়ে অধিক
ব্যাখ্যা: বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি __________ যুক্ত অবস্থার চেয়ে অধিক। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যে কোন পরমাণুর বিচ্ছিন্ন অবস্থায় থাকাকালে যুক্ত হয়ে যৌগ গঠন করার তীব্র আসক্তি দেখা যায়। সাধারণত বাইরের শক্তিস্তরে ইলেক্ট্রন যত বেশি থাকে পরমাণুর গতিশক্তি তত বেশি হবে।