ব্যাখ্যা: যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে একজাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। এ সমাসে পূর্বপদে \'আ\' উত্তরপদে \'ই\' যুক্ত হয়। যেমন-হাতে হাতে য যুদ্ধ - হাতাহাতি। হেসে হেসে যে আলাপ- হাসাহাসি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।