সঠিক উত্তর হচ্ছে: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ব্যাখ্যা: প্রশ্নঃ \'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে\'--- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় -----\n\nবর্ণনাঃ না-সূচক বাক্যে না , নয়, নহে, নি , নেই , নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না -বাচক ক্রিয়া ও না -বাচক শব্দ বা না- বাচক অব্যয় মিলে বাক্যে দু\'বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ-সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে \' - বাক্যটির নেতিবাচক রুপ \'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। \'