সঠিক উত্তর হচ্ছে: বিশেষণ
ব্যাখ্যা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা ক্রিয়াপদের যে পদে দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায়, তাকে বিশেষণ পদ বলে।\nযেমন: ভালো, মন্দ, লাল, কালো, সুন্দর, মূর্খ, এক, দুই ইত্যাদি।\nভালো ছেলে—এই বাক্যে ‘ভালো’ পদের গুণ বোঝাচ্ছে বলে ‘ভালো’ পদটি বিশেষণ।\nএখানে \'নীল\' আকাশের রং সম্পর্কে বোঝাচ্ছে। (তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ, একাদশ-দ্বাদশ শ্রেণী)