সঠিক উত্তর হচ্ছে: ২৪ সে.মি.
ব্যাখ্যা: জ্য এর দৈর্ঘ্য ২ক হলে অর্ধ - জ্য এর দৈর্ঘ্য হবে ক।
\n\nবৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে, ক = ১২ কারন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ১২ : ১৩।
\n\nজ্যা এর দৈর্ঘ্য = ( ২ × ১২) = ২৪ সে. মি.