সঠিক উত্তর হচ্ছে: স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা: ১৯৭৬ সালে প্রকাশিত \'দীপনির্বাণ\' স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাস।
বাংলা সাহিত্যে মহিলা ঔপন্যাসিকগণের মধ্যে প্রথমেই স্বর্ণকুমারী দেবী উল্লেখযোগ্য।
তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী।
স্বর্ণকুমারী দেবী নাটক- কবিতা রচনা করলেও উপন্যাস রচনায় ব্যাপক বিকাশ ঘটিয়েছেন।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস গুলো হলো,
- বিদ্রোহ
- মিবার রাজ
- ছিন্নমুকুল
- হুগলীর ইমামবাড়ী
- বিচিত্র
- স্বপ্নবাণী ইত্যাদি।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।