সঠিক উত্তর হচ্ছে: রত্নবতী
ব্যাখ্যা: মুসলিম লেখকদের মধ্যে প্রথম উপন্যাস রচয়িতা - মীর মশাররফ হোসেন। তার প্রথম উপন্যাস - রত্নবতী। এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়।
তার শ্রেষ্ঠ রচনা - বিষাদসিন্ধু; এর প্রদান চরিত্র - এজিদ।
- বসন্তকুমারী ও বেহুলা গীতাভিনয় হচ্ছে - নাটক এবং গো-জীবন প্রবন্ধ গ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া