নিচের অপশন গুলা দেখুন
- কর্মধারয়
- অব্যয়ীভাব
- অলুক সমাস
- নিত্য সমাস
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
যেমন - অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর ইত্যাদি।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই।