সঠিক উত্তর হচ্ছে: দুইবার করে
ব্যাখ্যা: মরা কটাল \r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nচন্দ্র ও সুর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। চন্দ্র পৃথিবীর নিকট থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি। কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয়, সুর্যের আকর্ষণের তা বেশি স্ফীত হতে পারে। ফলে মৱা কটাল হয়। অষ্টমীর তিথিতে মরা কটাল হয়। একমাসে দুই বার তেজকটাল এবং দুই বার মরা কটাল হয়ে থাকে।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆