ব্যাখ্যা: স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যঃ দ্রুত লয়ের ছন্দ, এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই একমাত্র বিশিষ্ট,পর্বগুলো ছোট ৪ মাত্রা বিশিষ্ট। উৎসঃ ভাষা ও শিক্ষা -ড হায়াৎ মামুদ
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।