সঠিক উত্তর হচ্ছে: চৌচালা ঘর
ব্যাখ্যা: বিশেষণের গঠন পদ্ধতি :-\nবিভিন্ন ভাবে বিশেষণ গঠিত হতে পারে। যেমন -\nক্রিয়াজাত - খাবার পানি, অনাগত দিন, হারানো সম্পতি।\nঅব্যয়জাত - বড়লোক, আচ্ছা মানুষ, উপরি দেন-পাওনা। \nসর্বনামঙ্গাত - কোথা-কার কে, কবেকার গল্প, স্থায়ী ঠিকানা।\nসমাসসিদ্ধ - আনহারা, চৌচালা ঘর\nঅনুকার অন্যয়জাত - টসটসে ফল, তকতকে মেঝে, কলকনে শীত, শনশনে হাওয়া, পিকিধিকি আগুন।\n\nকৃদন্ত - কৃতী সন্তান, অতীত কাল, জানাশোনা মানুষ, শায়ে-চলা পথ।\n\nতদ্ধিতান্ত - মেঠো পথ, জাতীয় সম্পদ, নৈতিক বল উপসর্গযুক্ত - অপহৃত সম্পদ, নির্জলা মিথ্যে, নিখুঁত কাজ।\n