সঠিক উত্তর হচ্ছে: ৯.২%
ব্যাখ্যা: সূত্র- I = Pnr \n\n১ম ক্ষেত্রে মুনাফা I₁ = P₁nr₁ = ৩০০০ x ১ x ১০/১০০ = ৩০০ টাকা \n\n২য় ক্ষেত্রে মুনাফা I₂ = P₂nr₂ = ২০০০ x ১ x ৮/১০০ = ১৬০ টাকা \n∴ মোট মূলধনের উপর মুনাফার হার = \n$$\\frac{(৩০০+১৬০) × ১০০}{(৩০০০ + ২০০০) × ১} \\%$$ \n\n= ৯.২%\n