সঠিক উত্তর হচ্ছে: বচন
ব্যাখ্যা: বিশেষণ দ্বারা যেসব শব্দের বহুত্বের প্রতীতি হয়, তাদের পর বহুবচনের বিভক্তি অথবা ‘গণ\', \'বৃন্দ\' \'সকল\' প্রভৃতি পদ ব্যবহার হয় না। যেমন- সকল ছাত্রই যথাসময়ে উপস্থিত হয়েছে বা ছাত্ররা যথাসময়ে উপস্থিত হয়েছে। দুটি বাক্যই শুদ্ধ।