সঠিক উত্তর হচ্ছে: অনুচ্ছেদ - ৭
ব্যাখ্যা: সংবিধানের ৭ নং অনুচ্ছেদে - সংবিধানের প্রাধান্যের কথা বলা হয়েছে। এর (২) উপধারায় বলা হয়েছে - “জনগনের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷”