সঠিক উত্তর হচ্ছে: ডাইসি
ব্যাখ্যা: আইনের দৃষ্টিতে সমতা (এছাড়াও আইনের অধীনে সমতা হিসাবে পরিচিত, আইনি সমতা বা আইনি সমতাবাদ) নীতিটি হলো প্রতিটি স্বতন্ত্র সত্তাকে অবশ্যই আইনের দ্বারা সমানভাবে বিচার করতে হবে (আইসোনমি নীতি) এবং এগুলি সমস্ত ন্যায়বিচারের আইন (যথাযথ প্রক্রিয়া) এর সাপেক্ষে।\n\nআইনের দৃষ্টিতে সকলেই সমান এই উক্তিটি ডাউসির।\n\nতথ্যসূত্রঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই,(উন্মুক্ত)