নিচের অপশন গুলা দেখুন
- ২৪ টি
- ২৮ টি
- ৩২ টি
- ৩৬ টি
ধরি, আবির কলম কিনলো x টি।
বাবাকে দেওয়ার পর কলম রইলো = x - (2x/5) টি
= 3x/5 টি
বোনকে দেওয়ার পর কলম রইলো = (3x/5) - (3x/5)×(1/3) টি
= 2x/5 টি
ভাইকে দেওয়ার পর কলম রইলো = (2x/5) - (2x/5) × (5/8) টি
= 3x/20
প্রশ্নমতে,
3x/20 = 12
∴x = 80
সুতরাং, সে তার বাবাকে কলম দিয়েছিল = (2 X 80)/5 টি = 32 টি।