সঠিক উত্তর হচ্ছে: ক ও খ দুটিই
ব্যাখ্যা: ফিনল্যান্ড ও সুইডেন উভয়ই ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। মূলত ইউক্রেনে রুশ হামলার জের ধরে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে। এতে দেশ দুটির উপর নাখোশ হয়েছে রাশিয়া। পশ্চিমা বিশ্বের দুটি দেশ ফিনল্যান্ড ও সুইডেন উভয়ই অনেক শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিচিত। ন্যাটর বর্তমান সদস্য ৩০ টি।।সর্বশেষ সদস্য মেসিডোনিয়া[তথ্যসূত্রঃ প্রথম আলো]