সঠিক উত্তর হচ্ছে: ৪
ব্যাখ্যা: বাংলাদেশের সুন্দরবনে চারটি প্রজাতির ডলফিনজাতীয় প্রাণী দেখা যায়। এদের মধ্যে ইন্দোপ্যাসিফিক হামব্যাক ডলফিন শীতের মৌসুমে সুন্দরবনের নদী ও খাঁড়িতে এসে পড়ে। ইরাবতী ডলফিন সারা বছরই জঙ্গলের নদী, খাঁড়িতে বসবাস করে। আর শুশুক বা গাঙ্গেয় ডলফিন মূলত মিঠাপানির প্রাণী, কিন্তু বেশ লবণ সহ্য করতে পারে বলে সুন্দরবনের পূর্বাংশে এদের বেশি দেখা যায়। আর একটি ক্ষুদ্র ডলফিন—রিভার পরপয়েজ, শুধু বড় নদীগুলোতে থাকে; এরা সংখ্যায়ও খুব কম।\nসূত্রঃ প্রথম আলো।