সঠিক উত্তর হচ্ছে: মনসামঙ্গল
ব্যাখ্যা: \'বাইশা\' বলতে বোঝায় বাইশ জন কবি রচিত মনসামঙ্গল কাব্যের বিভিন্ন অংশের সংকলন।
- গায়েনরা কাহিনীর ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিভিন্ন কবির মনসামঙ্গল কাব্য থেকে অংশ নিয়ে পালা বাঁধতেন।
- তবে সব সময় যে বাইশজন কবি থাকতেন এমন নয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।