সঠিক উত্তর হচ্ছে: বরফ গলা নদী
ব্যাখ্যা: জহির রায়হানের রচনাসমূহঃ\nশেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, আর কতদিন, তৃষ্ণা, কয়েকটি মৃত্যু, একুশে ফেব্রুয়ারি ইত্যাদি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি (১৯৬১)। ১৯৬৪ সালে কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশংসিত হন।\n[তথ্যসূত্রঃ হাজার বছর ধরে, জহির রায়হান]