সঠিক উত্তর হচ্ছে: ৩৫টি
ব্যাখ্যা: যে কোনো ধরনের বিনিয়োগ কিংবা বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে যখন উভয় দেশই কর কর্তন করে তখন তাকে দ্বৈত কর ব্যবস্থা বলে। দ্বৈত কর ব্যবস্থার কারণে বিনিয়োগ নিরুত্সাহিত হয়। এই লক্ষ্যে এই পর্যন্ত ৩৫টি দেশের (সর্বশেষ নেপাল) সাথে দ্বৈত কর পরিহার চুক্তি করেছে বাংলাদেশ। দ্বৈত কর পরিহার চুক্তি বাস্তবায়ন হলে একই আয়ের উপর একবার কর কর্তন করা হলে অন্য দেশে আর কর্তন করা হবে না।