সঠিক উত্তর হচ্ছে: মালাক্কা প্রণালী
ব্যাখ্যা: মালাক্কা প্রণালী
\nমালাক্কা প্রণালী আন্দামান সাগর (ভারত মহাসাগর) এবং দক্ষিণ চীন সাগর (প্রশান্ত মহাসাগর) কে সংযুক্ত করেছে।\nপ্রায় 800 কিমি প্রসারিত এটি বিশ্বের দীর্ঘতম প্রণালী এবং এটি শুধুমাত্র জাহাজ চলাচল এবং আশেপাশের সম্প্রদায়ের লোকেদের চলাচলের সুবিধা প্রদান করে না বরং এটি পূর্ব এবং পশ্চিমের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, ধারণা এবং জ্ঞানের সঙ্গম ঘটায়।\nএটি পশ্চিমে ইন্দোনেশিয়ান দ্বীপ সুমাত্রা এবং উপদ্বীপ (পশ্চিম) মালয়েশিয়া এবং পূর্বে একদম দক্ষিণ থাইল্যান্ডের মধ্যে বিস্তৃত এবং এর আয়তন হল প্রায় 25,000 বর্গ মাইল (65,000 বর্গ কিমি।)\nবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর সিঙ্গাপুর এই প্রণালীর দক্ষিণ প্রান্তে অবস্থিত।\nভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তৃত ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদনের সাথে সাথে পশ্চিম থেকে পূর্বে অর্থনৈতিক শক্তির বৈশ্বিক পরিবর্তন এই অঞ্চলকে ক্রমবর্ধমান গুরুত্ব প্রদান করেছে।