সঠিক উত্তর হচ্ছে: নবান্ন
ব্যাখ্যা: বিজন ভট্টাচার্য ছিলেন এই গণনাট্য সঙ্ঘের প্রথম সারির নাট্যকর্মী। চিন্তা, চেতনা এবং সংগ্রামের প্রগতিশীল চিন্তা ভাবনার দিশারী ছিল ভারতীয় গণনাট্য সঙ্ঘ। বিজন ভট্টাচার্যের নাটক রচনা, অভিনয় এবং নির্দেশনা সাফল্য লাভ করেছিল এই গণনাট্য আন্দোলনের মধ্য দিয়ে। তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে-\nআগুন,জবানবন্দী,নবান্ন,জীয়নকন্যা,মরাচাঁদ,অবরোধ,কলঙ্ক,জননেতা,জতুগৃহ,মাস্টারমশাই,গোত্রান্ত,ছায়াপথ ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]