সঠিক উত্তর হচ্ছে: বিষ্ণু দে
ব্যাখ্যা: বিষ্ণু দে কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী ছিলেন। ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয় বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ- উর্বশী ও আর্টেমিস, সাত ভাই চম্পা, চোরাবালি, রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু পঁচিশে বৈশাখ, স্মৃতি সত্তা ভবিষ্যত, উত্তরে থাকো মৌন, সেকাল থেকে একাল, আমার হূদয়ে বাঁচো ইত্যাদি। উৎস: বাংলাপিডিয়া।