কারণ সনাতন ধর্মমতে আত্মা অজর, অমর, অক্ষয় এক সত্তা, যা ঈশ্বর/পরমাত্মা হতে বিভক্ত হয়ে কোন জীবদেহে প্রবিষ্ট হয় এবং জীবের মৃত্যু হলে উক্ত দেহ পরিত্যাগ করে একসময় আবার পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে নিজের অন্তিম গন্তব্যে গমন করে।।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।