সঠিক উত্তর হচ্ছে: বিধবা
ব্যাখ্যা: নিত্য স্ত্রীবাচক শব্দ -সতীন,অর্ধাঙ্গিনী,কুলটা,বিধবা,অসূর্য্যম্পশ্যা,অরক্ষণীয়া,সপত্নী,সৎমট,এয়ো,দাই,সধবা।(তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি)\n ইংরেজি ভাষায় Witch শব্দটি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ— দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। কিন্তু বাংলা ভাষায় \"ডাইনি\" স্ত্রীলিঙ্গ শব্দ, এবং এটার পুংলিঙ্গ হচ্ছে \"ডাক\"।