সঠিক উত্তর হচ্ছে: ব্যতিহারিক
ব্যাখ্যা: সর্বনাম পদ: বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। অর্থাৎ ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য- বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১৫] বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
\n? ব্যক্তিবাচক বা পুরুষবাচক : আমি [প্রাথমিক বিদ্যা. সহকারী শি: ১৯], আমরা [প্রাথমিক বিদ্যালয় সহ. শি: ১৯], তুমি, সে [পানি উ. বো. অ. স: ১৫], তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
\n? আত্মবাচক : স্বয়ং, নিজে, খোদ, আপনি।
\n? সমীপ্যবাচক : এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
\n? দূরত্ববাচক : ঐ, ঐসব।
\n? সাকুল্যবাচক : সব, সকল, সমুদয়, তাবৎ।
\n? প্রশ্নবাচক : কে, কি, কী : কোন, কার, কিসে?
\n? অনির্দিষ্টতাজ্ঞাপক : কোন, কেহ, কেউ, কিছু।
\n? সংযোগজ্ঞাপক : যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
\n? অন্যাদিবাচক : অন্য, অপর, পর ইত্যাদি।
\n? ব্যতিহারিক : আপনা আপনি, নিজে নিজে [সরকারি মাধ্য. বিদ্যা, স. শি: ০৮ ও ১১], আপসে, পরস্পর ইত্যাদি।