সঠিক উত্তর হচ্ছে: বোবাকাহিনী
ব্যাখ্যা: বোবাকাহিনী\' জসীমউদ্দীন রচিত একমাত্র উপন্যাস। \'রাখালী\', \'বালুচর\', \'হাসু\', \'সজন বাদিয়ার ঘাট\', \'নকশী কাঁথার মাঠ\', \'ধানখেত\', \'রূপবতী\', \'মাটির কান্না\', \'সকিনা\', \'সুচয়নী\', \'মা যে জননী কান্দে\', \'হলুদ বরণী\', \'কাফনের মিছিল\', \'হাসুকান্দে\', \'মাগো জ্বালায়ে রাখিস আলো\', \'ভয়াবহ সেই দিনগুলোতে\', \'পদ্মা নদীর দেশে\' ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থ। \'জীবনকথা\' তাঁর আত্বজীবনীমূলক গ্রন্থ।