সঠিক উত্তর হচ্ছে: কালের কলস
ব্যাখ্যা: \"বন্দী শিবির থেকে\" এর রচয়িতা শামসুর রাহমান; \"তবক দেওয়া পান\" এর রচয়িতা আসাদ চৌধুরী; \"সীমাবদ্ধ জলে সীমিত সবুজে\" এর রচয়িতা রফিক আজাদ। এদিকে, কালের কলস হল আল মাহমুদের কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলঃ লোক লোকান্তর, কালের কলস, অদৃষ্টবাদীদের রান্নবান্না, বখতিয়ারে ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, একচক্ষু হরিণ, প্রেমের কবিতা, দ্বিতীয় ভাঙ্গন, পাখির কাছে ফুলের কাছে, মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]