সঠিক উত্তর হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংক
ব্যাখ্যা: ট্রেজারি বিল এক ধরণের স্বল্পমেয়াদি শর্তহীন সরকারী ঋণপত্র। স্বল্পকালীন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সরকার ট্রেজারি বিল ইস্যু ও বিক্রয় করে থাকে। সরকার এ বিলে মেয়াদান্তে তাঁর ধারককে শর্তহীনভাবে অভিহিত মূল্যে ফেরত প্রাদানের জন্য অঙ্গিকার করে। বাংলাদেশ ব্যাংক সরকারী ট্রেজারি বিলের প্রধান সংরক্ষণকারি হিসেবে কাজ করে থাকে। এটি বাংলাদেশ ব্যাংকের নিলামের মাধ্যমে কেনা- বেচা করা।