সঠিক উত্তর হচ্ছে: বেতাল
ব্যাখ্যা: না-বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন : ন তাল (নেই তাল) = বেতাল, এরূপ - অনাচার, অকাতর ইত্যাদি। এছাড়া অজ্ঞান ও নাচার নঞ্ বহুব্রীহি সমাস এর উদাহরণ। [সূত্র: ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই]