সঠিক উত্তর হচ্ছে: বঙ্গদর্শন
ব্যাখ্যা: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত ভ্রমণকাহিনী। এটি \"বঙ্গদর্শন\" পত্রিকায় ১২৮৭ বঙ্গাব্দের পৌষ সংখ্যা থেকে শুরু করে ১২৮৯ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৪৪ সালে এটি কলকাতার \"বঙ্গীয় সাহিত্য পরিষদ\" থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]