সঠিক উত্তর হচ্ছে: আমেরিকা
ব্যাখ্যা: নায়াগ্রা জলপ্রপাত ( Niagra Falls) উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড়টি, হর্স্শু ফল্স বা কানেডিয়ান ফলস কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত। তুলনামূলকভাবে ছোট দুটি প্রপাত হলো আমেরিকান ফল্স এবং ব্রাইডাল ভেইল ফল্স, যারা যুক্তরাষ্ট্রের অন্তর্গত। ব্রাইডাল ভেইল ফল্স হর্সশু ফল্স থেকে গোট আইল্যান্ড এবং আমেরিকান ফল্স থেকে লুনা আইল্যান্ড এর মাধ্যমে পৃথক আলাদা করা হয়েছে, দুটি দ্বীপই যুক্তরাষ্ট্রে অবস্থিত।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]