সঠিক উত্তর হচ্ছে: ২৬ জুন, ১৯৯২
ব্যাখ্যা: বাংলাদেশের দহগ্রাম আঙ্গপোতা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত করিডোরটি তিন বিঘা করিডোর নামে পরিচিত। এটি লালমনিরহাটে তিস্তা নদীর তীরে অবস্থিত । ১৯৭৪ সালের ১৬ মে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেখানে উল্লেখ ছিল যে, বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর । ভারত সরকার ১৯৯২ সালের ২৬ জুনে এ তিনবিঘা করিডোর খুলে দেয়।