সঠিক উত্তর হচ্ছে: কুয়াশা ও ঝড় হয়
ব্যাখ্যা: সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহ হল সমুদ্রস্রোত। মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির স্রোত প্রবাহিত হলে তাকে শীলত স্রোত বলা হয় এবং উষ্ণ জলরাশির স্রোত প্রবাজিত হলে তাকে উষ্ণ স্রেত বলা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে তাপমাত্রা বা উষ্ণতা পার্থক্যের কারনে ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়।\n\n