সঠিক উত্তর হচ্ছে: বিদ্যাপতি
ব্যাখ্যা: বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। বিদ্যাপতিকে কোন কোন কবি দেহবাদি কবি বলে আখ্যায়িত করেছেন।\nস্থানীয় নাম\nবিদ্যাপতি\nজন্ম\n১৩৫২\nমধুবনি বিহার, ভারত\nমৃত্যু\n১৪৪৮\nবিদ্যাপতি নগর, সমস্তিপুর জেলা\nসমাধিস্থল\nজনকপুর \nপেশা\nলেখক, কবি\nভাষা\nমৈথিলী |ব্রজবুলি\nজাতীয়তা\nভারতীয়।\n[তথ্যসূত্রঃ লাল নীল দিপাবলী ]