নিচের অপশন গুলা দেখুন
- প্যারিস
- ব্রাসিলিয়া
- জেনেভা
- নিউইয়র্ক
বয়েজ স্কাউট এবং গার্লস স্কাউট সম্পর্কিত কিছু তথ্যঃ
- বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন ব্যাডেন পাওয়েল। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন।
- তার উদ্যোগেই ১৯২০ সালে ইংল্যান্ডে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯২২ সালে।
- The Boy Scouts International Bureau পরবর্তীতে World Scout Bureau ১৯২০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- ব্যাডেন পাওয়েল এবং তার বোন এগনেসের ব্যাডেন পাওয়েলের মাধ্যমে ১৯১০ সালে গার্লস গাইড প্রোগ্রাম শুরু হয়।
- ১৯২৮ সালে World Association of Girl Guides and Girl Scouts হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয়।
সোর্সঃ World Association of Girl Guides and Girl Scouts এবং স্কাউটের অফিশিয়াল ওয়েবসাইট।