সঠিক উত্তর হচ্ছে: গৌড়ীয় প্রাকৃত থেকে
ব্যাখ্যা: ভাষার ক্রমবিবর্তেনের ধারায় মাগাধি প্রাকৃত বা মাগধি ভাষা থেকে উৎপন্ন হয়েছে ভোজপুরী, মৈথিলি, ওড়িয়া, বাংলা এবং অসমিয়া। ভারতের অঞ্চলের বিচারে এই ছয়টি ভাষার আদি রূপ হিসেবে দুটি ভাগে ভাগ করা হয়। এর পশ্চিমাঞ্চলের প্রাকৃতকে বলা হয় \'পশ্চিম-মাগধি\'। আর পূর্বাঞ্চলের মাগধিকে বলা হয় পূর্বাঞ্চলীয় মাগধি।ড. শহীদুল্লাহর মতে: \"গৌড়ীয় প্রাকৃত হতেই গৌড়ীয় অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষার উদ্ভব হয়েছে \"।এর তিনটি আঞ্চলিক রূপ আছে। এই রূপ তিনটি হলো- মধ্য মাগধী, উত্তরাঞ্চলীয় মাগধী এবং দক্ষিণাঞ্চলীয় মাগধী। এই ভাষার লিপি হলো \'দেবনাগরী\'।