সঠিক উত্তর হচ্ছে: দন্ত্যবর্ণ
ব্যাখ্যা: যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার ডগা উপরের পাটির দাঁতের পেছনের অংশকে স্পর্শ করে বায়ুপথে বাঁধা সৃষ্টি করে তাদেরকে দন্ত্য বর্ণ বলে। ত, থ, দ, ধ এই ৪টি দন্ত্য বর্ণ।\nতালব্য বর্ণ - ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঐ, ষ, শ\nকণ্ঠবর্ণ- ক, খ, গ, ঘ, ঙ।\nমূর্ধন্যবর্ণ-ট,ঠ,ড,ঢ,ণ।